Megh Lyrics (মেঘ) Rupak Tiary Bengali Song

 

Megh Lyrics (মেঘ) Rupak Tiary Bengali Song


Song : Megh(মেঘ)
Flim Name : Aditya Paul
Singer : Rupak Tiary
Lyrics : Aviman Paul
Music : Rupak Tiary & Jakiruddin Khan
Label : Tramline

  

Megh Lyrics (মেঘ) Rupak Tiary Bengali Song :

 

একা মেঘ হেঁটে যায়

পায়ে পায়ে কে যেন ডাকে,

পড়ে থাকে পিছুটান

সুনসান পথের বাঁকে।

 

জানালার আড়ালে আজও সে দাঁড়ালে

স্বপ্ন আঁকা চোখে,

সন্ধ্যের মলাটে ভেজা ভেজা মন তার

পথ চেয়ে থাকে।

 

যাও ফিরে মেঘ অন্য কোথাও

ইচ্ছে পাহাড়ে,

যাও ফিরে মেঘ যাও উড়ে যাও

নিজের ঘরে।

 

তবু মেঘ ভাবে রোজ

একদিন মেঘ সরে যাবে,

এভাবেই মেঘেদের দিন কাটে আঁধার নামে।

 

দূর দেশে কোনও শহরে

জেগে থাকে যেন কোন সে রূপকথা,

হাতছানি দিয়ে ডাকে

গল্প শোনায় রোজ একমুঠো বেঁচে থাকার।

 

যাও ফিরে মেঘ অন্য কোথাও

ইচ্ছে পাহাড়ে,

যাও ফিরে মেঘ যাও উড়ে যাও

নিজের ঘরে।

 

তবু মেঘ ভাবে রোজ

একদিন মেঘ সরে যাবে,

এভাবেই মেঘেদের দিন কাটে আঁধার নামে।

 

ছেড়ে যেতে চায়নি সে কোনোদিন

অন্য কোনো ডাকে,

ছেঁড়া কাঁথা গায় আজও এখানেই

ঘুমিয়ে থাকে।

 

যাও ফিরে মেঘ লিরিক্স - রূপক তিয়ারী :

Eka megh hete jaay

Peye peye ke jeno dake

Pore thake pichutaan

Sundhan pother banke

Janalar arale aajo se darale

Shopno anka chokhe

Sondher arale veja veja mon tar

Poth cheye thake

 

Related Posts

Subscribe Our Newsletter

0 Response to "Megh Lyrics (মেঘ) Rupak Tiary Bengali Song "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel